০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

খাজা সৈয়দ মুহাম্মদ গোলাম নিজাম নিজামী (মাদ্দাজিল্লুহুল আলী)-এর মাইজভাণ্ডার দরবার শরীফ সফর

ডেস্ক রিপোর্ট

উপমহাদেশের প্রখ্যাত সূফি সাধক, আধ্যাত্মিক জগতের মহাজ্যোতি হযরত খাজা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন মাহবুবে এলাহী (রাহমাতুল্লাহি আলাইহি) এর দরবারের সাজ্জাদানশীন হযরত খাজা সৈয়দ মুহাম্মদ গোলাম নিজাম নিজামী (মাদ্দাজিল্লুহুল আলী) গতকাল চট্টগ্রামের আধ্যাত্মিক রাজধানী মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন করেন।

তিনি মহান গাউছুল আজম, হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কাদ্দাসা সিররাহুল আজিজ) এর রওজা মোবারক জিয়ারত করেন।

এ সময় তিনি আওলাদে রাসুল, সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) ছাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাসাউফ, মানবকল্যাণ ও দরবারসমূহের পারস্পরিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলাপ করেন।

হযরত খাজা সৈয়দ মুহাম্মদ গোলাম নিজাম নিজামী (মাদ্দাজিল্লুহুল আলী) বলেন —
“দরবারসমূহের সম্পর্ক যদি প্রেম, সেবা ও ভক্তির সূত্রে গাঁথা থাকে, তবে জাতির আত্মা আলোকিত হয়।”
তিনি কামনা করেন, মাহবুবে এলাহীর দরবার ও মাইজভাণ্ডার দরবার শরীফের মধ্যে আধ্যাত্মিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হোক।
এছাড়া তিনি মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক ঐতিহ্য এবং র্বতমান সাজ্জদানশীন আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) ছাহেব কর্তৃক পরিচালিত মানবসেবামূলক, শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

পরবর্তীতে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI) এর উদ্যোগে নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) মহোদয়ের সভাপতিত্বে “দারুল ইরফান তাসাউফ সংলাপ” অনুষ্ঠিত হয়। সেখানে তাসাউফ, নৈতিক পুনর্জাগরণ ও দরবারসমূহের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সফরে হযরতের সফরসঙ্গী হিসেবে সাতক্ষীরা থেকে মুফতি মাসুম বিল্লাহ নকশবন্দী, নীলফামারী থেকে মাওলানা শাহ্ ফাইজুল কাবীর বদরী, ও অন্যান্য সম্মানিত আলেম ও আশেক-ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন

উভয় দরবারের পক্ষ থেকে উম্মতের ঐক্য, বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৩:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
২০

খাজা সৈয়দ মুহাম্মদ গোলাম নিজাম নিজামী (মাদ্দাজিল্লুহুল আলী)-এর মাইজভাণ্ডার দরবার শরীফ সফর

আপডেট: ০৩:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

উপমহাদেশের প্রখ্যাত সূফি সাধক, আধ্যাত্মিক জগতের মহাজ্যোতি হযরত খাজা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন মাহবুবে এলাহী (রাহমাতুল্লাহি আলাইহি) এর দরবারের সাজ্জাদানশীন হযরত খাজা সৈয়দ মুহাম্মদ গোলাম নিজাম নিজামী (মাদ্দাজিল্লুহুল আলী) গতকাল চট্টগ্রামের আধ্যাত্মিক রাজধানী মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন করেন।

তিনি মহান গাউছুল আজম, হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কাদ্দাসা সিররাহুল আজিজ) এর রওজা মোবারক জিয়ারত করেন।

এ সময় তিনি আওলাদে রাসুল, সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) ছাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাসাউফ, মানবকল্যাণ ও দরবারসমূহের পারস্পরিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলাপ করেন।

হযরত খাজা সৈয়দ মুহাম্মদ গোলাম নিজাম নিজামী (মাদ্দাজিল্লুহুল আলী) বলেন —
“দরবারসমূহের সম্পর্ক যদি প্রেম, সেবা ও ভক্তির সূত্রে গাঁথা থাকে, তবে জাতির আত্মা আলোকিত হয়।”
তিনি কামনা করেন, মাহবুবে এলাহীর দরবার ও মাইজভাণ্ডার দরবার শরীফের মধ্যে আধ্যাত্মিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হোক।
এছাড়া তিনি মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক ঐতিহ্য এবং র্বতমান সাজ্জদানশীন আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) ছাহেব কর্তৃক পরিচালিত মানবসেবামূলক, শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

পরবর্তীতে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI) এর উদ্যোগে নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) মহোদয়ের সভাপতিত্বে “দারুল ইরফান তাসাউফ সংলাপ” অনুষ্ঠিত হয়। সেখানে তাসাউফ, নৈতিক পুনর্জাগরণ ও দরবারসমূহের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সফরে হযরতের সফরসঙ্গী হিসেবে সাতক্ষীরা থেকে মুফতি মাসুম বিল্লাহ নকশবন্দী, নীলফামারী থেকে মাওলানা শাহ্ ফাইজুল কাবীর বদরী, ও অন্যান্য সম্মানিত আলেম ও আশেক-ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন

উভয় দরবারের পক্ষ থেকে উম্মতের ঐক্য, বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে দোয়া করা হয়।