শিরোনাম:
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবীদের ছুরিকাঘাতে আহত যুবক রামেল মিয়া (২২) মারা গেছেন। বুধবার (১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম মিয়া ও তার দলবল প্রায়ই রামেলের বাড়ির পাশের কানাবাড়ী রাস্তায় বসে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করত।
রাস্তায় তাকে একা পেয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় নাঈম ও তার দলবল। উপর্যুপরি ছুরিকাঘাতে রামেলকে গুরুতর জখম করে তারা পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।এলাকাবাসী জানায়, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে রামেলের মৃত্যু এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। একজন তরুণ মাদকের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই সাহসের মাসুল দিতে হলো তার জীবন দিয়ে। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এর আগেই ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। আশা করছি, খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’