০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

৬ মাসে ধর্ষণের শিকার ৩০৬ শিশু

ডেস্ক রিপোর্ট

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লিডো। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। সংগঠনটির করা ‘বাংলাদেশে শিশু নির্যাতন পরিস্থিতি ও সমাধান’ বিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংগঠনটি জানায়, ইউনিসেফসহ বিভিন্ন গবেষণা প্রতিবেদনেও দেখা যায় শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সুরক্ষামূলক পরিবেশেও শিশুরা নিরাপদ নয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির জন্যও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। সম্মেলনে সংগঠনটির শিশু-কিশোর সাংবাদিক দলের পক্ষ থেকে বলা হয়, শিশু নির্যাতন এখন ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিয়েছে। অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফরহাদ হোসেন, লিডোর কার্যনির্বাহী সদস্য তুষার আহমেদ ইমরান, লিডোর সিনিয়র সদস্য আজিজুর রহমান, ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের সদস্য মাহফুজা সুলতানা মুন্নি, হাসান আলী মুসাফির, জেসমিন আক্তার, শিউলি আক্তার, মিম আক্তার।

সংবাদ সম্মেলনে শিশু অধিকার রক্ষায় লিডো আটটি মূল সুপারিশ তুলে ধরে, এগুলো হলো- শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ ও মানসিক সহায়তা নিশ্চিতকরণ, পারিবারিক নির্যাতন প্রতিরোধে নিয়মিত পরিদর্শন ও অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা, শিশুশ্রম বন্ধ ও বিকল্প সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, শিশু নির্যাতনের মামলার দ্রুত তদন্ত ও বিচার, অভিভাবক-শিক্ষক-নিয়োগকর্তাদের জন্য সচেতনতা ও প্রশিক্ষণ বৃদ্ধি, সংবাদ প্রচারে শিশু পরিচয় গোপন রাখা ও ইতিবাচক প্রচারণা জোরদার করা, সরকার ও এনজিওর সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাইবার বুলিং ও অনলাইন অপরাধ প্রতিরোধে বিশেষ আইন ও শিশুবান্ধব হেল্পলাইন চালু করা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:৫৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

৬ মাসে ধর্ষণের শিকার ৩০৬ শিশু

আপডেট: ০৪:৫৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লিডো। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। সংগঠনটির করা ‘বাংলাদেশে শিশু নির্যাতন পরিস্থিতি ও সমাধান’ বিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংগঠনটি জানায়, ইউনিসেফসহ বিভিন্ন গবেষণা প্রতিবেদনেও দেখা যায় শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সুরক্ষামূলক পরিবেশেও শিশুরা নিরাপদ নয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির জন্যও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। সম্মেলনে সংগঠনটির শিশু-কিশোর সাংবাদিক দলের পক্ষ থেকে বলা হয়, শিশু নির্যাতন এখন ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিয়েছে। অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফরহাদ হোসেন, লিডোর কার্যনির্বাহী সদস্য তুষার আহমেদ ইমরান, লিডোর সিনিয়র সদস্য আজিজুর রহমান, ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের সদস্য মাহফুজা সুলতানা মুন্নি, হাসান আলী মুসাফির, জেসমিন আক্তার, শিউলি আক্তার, মিম আক্তার।

সংবাদ সম্মেলনে শিশু অধিকার রক্ষায় লিডো আটটি মূল সুপারিশ তুলে ধরে, এগুলো হলো- শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ ও মানসিক সহায়তা নিশ্চিতকরণ, পারিবারিক নির্যাতন প্রতিরোধে নিয়মিত পরিদর্শন ও অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা, শিশুশ্রম বন্ধ ও বিকল্প সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, শিশু নির্যাতনের মামলার দ্রুত তদন্ত ও বিচার, অভিভাবক-শিক্ষক-নিয়োগকর্তাদের জন্য সচেতনতা ও প্রশিক্ষণ বৃদ্ধি, সংবাদ প্রচারে শিশু পরিচয় গোপন রাখা ও ইতিবাচক প্রচারণা জোরদার করা, সরকার ও এনজিওর সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাইবার বুলিং ও অনলাইন অপরাধ প্রতিরোধে বিশেষ আইন ও শিশুবান্ধব হেল্পলাইন চালু করা।