দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নান্দাইলে জামায়াতের বিক্ষোভ

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদ ও উপজেলা সেক্রটারি অধ্যাপক নুরুল আমিনের নেতৃত্বে
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)বিকাল সাড়ে চারটায় মিছিলটি উপজেলা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তীতে সমাবেশে বক্তব্য দেন
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদ ও উপজেলা সেক্রটারি অধ্যাপক নুরুল আমিনসহ প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদ বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যর দাম বেশী। গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা।তাই তারা অন্তবর্তীকালী সররকারের কাছে রময়ানে দ্রব্যমূল্যর দাম সহনীয় পর্যায়ে যেন থাকে সেই দিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন রমযান মাসে যেন দিনের বেলা কোন হোটেল রেস্তোরা খোলা না থাকে। রমজানের পবিত্রতা রক্ষায় সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে।