০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নিষিদ্ধ সংগঠনের সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতা গ্রেপ্তার

আলিফুল ইসলাম আলিফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন ইমু গ্রেপ্তার হয়েছেন।শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সূত্রাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ইমরান হোসেন ইমু সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়িতে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত বছর ২০ আগস্ট মোছা. নাসরিন বেগম বাদী হয়ে সূত্রাপুর থানায় এই মামলা দায়ের করেন।

এছাড়া, তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, সেগুলোর তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লক্ষ্মীবাজার এলাকা থেকে ইমরান হোসেন ইমুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে চালান দেওয়া হবে।”
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
৯২

নিষিদ্ধ সংগঠনের সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতা গ্রেপ্তার

আপডেট: ০৪:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন ইমু গ্রেপ্তার হয়েছেন।শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সূত্রাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ইমরান হোসেন ইমু সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়িতে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত বছর ২০ আগস্ট মোছা. নাসরিন বেগম বাদী হয়ে সূত্রাপুর থানায় এই মামলা দায়ের করেন।

এছাড়া, তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, সেগুলোর তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লক্ষ্মীবাজার এলাকা থেকে ইমরান হোসেন ইমুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে চালান দেওয়া হবে।”
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।