শিরোনাম:
বিবেক

আবেগ নয় বিবেক দিয়ে করতে হবে কাজ,
শুরু থেকে শেষ অবধি চলবে এমন সাজ।।
চারিপাশের অনেক কিছুর যায় না রাখা খবর,
তবু্ও বুদ্ধি দিয়ে তাদের কিছু’ করতে হবে কদর।।
সংসারেতে টানাটানি অনেক প্রয়োজন-
যায় না সওয়া, যায় না কওয়া, সকল আবেদন।।
লেখা পড়া করে কেহ অনেক হয় যে জ্ঞানী,
আবার কারো হয় না অর্জন হয় সে অজ্ঞানী।।
গলির ধারের ছেলেগুলো বাড়ে কেনো হেলায়
ধনীর দুলাল কেহ টাকা উড়ায় মাতে নানা খেলায়।।
কেউ নীতিতে জীবন চালায় ধৈর্য্য অনেক বড়ো
কেউ বা তার ধার ধারে না সব কিছু করে গুঁড়ো।।
অর্থ ছাড়া এই দুনিয়াতে চলা অনেক ধায়,
তাই বলে কি অন্যের ধনে জীবন গড়া যায়।।
ছোট, বড়, সমাজ সংসার সবখানেতে থাকা,
কাউকে কোনো ব্যথা না দিয়ে নিজের স্বার্থ দেখা।।
ভালো কথা, ভালো কাজ, করে ভালো সাধনা,
বিবেক নিয়ে সামনে চললে কষ্টে কেউ রবে না।।