০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ডেস্ক রিপোর্ট

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গোপনে অন্যত্র বিয়ে করার চেষ্টা করছিল নাসির হোসাইন নামের (৩৫) এক যুবক। খবর পেয়ে বিয়ের আগের দিন‌ই প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করেছে রহিমা খাতুন (৩০) নামের প্রেমিকা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের খামার সানিলা মন্ডলপাড়া গ্রামে। প্রেমিক নাসির ওই গ্রামের নুহু মন্ডলের ছেলে এবং প্রেমিকা রহিমা খাতুন পার্শ্ববর্তী মোনামারা গ্রামের মোঃ রহমাতুল্লাহ মুন্সির ছেলে।

গতকাল সন্ধ্যায় প্রেমিকা রহিমা স্বজনদের নিয়ে নাসিরের বাড়িতে উপস্থিত হয়। এর আগে কনের বাড়ি সাঁথিয়ার সরিষা গ্রামে গিয়ে সে সম্পূর্ণ বিষয় তাদের জানিয়ে আসে।

বিয়ের দাবিতে অবস্থানরত প্রেমিকা রহিমা খাতুন বলেন, সে পাবনা এডওয়ার্ড কলেজে মাস্টার্স শেষ করেছে এবং নাছির সিরাজগঞ্জ থেকে মাস্টার্স শেষ করে বাড়িতেই রয়েছে। ৫ বছর যাবত নাসিরের সাথে তার প্রেমের সম্পর্ক, তাঁকে বার বার বিয়ের জন্য চাপ দিলে সে চাকরি পেলে বিয়ে করবে বলে আশ্বাস দেয়।

বৃহস্পতিবার রহিমা জানতে পারে যে পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের সরিষা গ্রামের একটি মেয়ের সাথে নাসিরের শুক্রবার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। উপায়ান্তর না দেখে সে কনের বাড়িতে সবকিছু খুলে বলে। পরে সন্ধ্যায় নাসিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করে।

এই বিষয়ে প্রেমিক নাসিরকে বাড়িতে পাওয়া যায়নি, তার পিতা নুহু মন্ডল জানান আমার ছেলের সাথে যে তার প্রেম ছিল আগে জানায়নি কেন। আমার ছেলের ১০ দিন আগেই কাবিন হয়ে গেছে, শুক্রবার বিয়ে। এখন দাবি করলে তো তার সাথে বিয়ে করানো সম্ভব না।

উল্লেখ্য, সম্প্রতি শাহজাদপুরে বিয়ের দাবিতে অবস্থান করার সংখ্যা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা জানিয়েছে এরকম ঘটনা বন্ধ করা না গেলে বাইরের এলাকায় শাহজাদপুরের সন্মান হানি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৩:০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
৬৫

আপডেট: ০৩:০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গোপনে অন্যত্র বিয়ে করার চেষ্টা করছিল নাসির হোসাইন নামের (৩৫) এক যুবক। খবর পেয়ে বিয়ের আগের দিন‌ই প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করেছে রহিমা খাতুন (৩০) নামের প্রেমিকা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের খামার সানিলা মন্ডলপাড়া গ্রামে। প্রেমিক নাসির ওই গ্রামের নুহু মন্ডলের ছেলে এবং প্রেমিকা রহিমা খাতুন পার্শ্ববর্তী মোনামারা গ্রামের মোঃ রহমাতুল্লাহ মুন্সির ছেলে।

গতকাল সন্ধ্যায় প্রেমিকা রহিমা স্বজনদের নিয়ে নাসিরের বাড়িতে উপস্থিত হয়। এর আগে কনের বাড়ি সাঁথিয়ার সরিষা গ্রামে গিয়ে সে সম্পূর্ণ বিষয় তাদের জানিয়ে আসে।

বিয়ের দাবিতে অবস্থানরত প্রেমিকা রহিমা খাতুন বলেন, সে পাবনা এডওয়ার্ড কলেজে মাস্টার্স শেষ করেছে এবং নাছির সিরাজগঞ্জ থেকে মাস্টার্স শেষ করে বাড়িতেই রয়েছে। ৫ বছর যাবত নাসিরের সাথে তার প্রেমের সম্পর্ক, তাঁকে বার বার বিয়ের জন্য চাপ দিলে সে চাকরি পেলে বিয়ে করবে বলে আশ্বাস দেয়।

বৃহস্পতিবার রহিমা জানতে পারে যে পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের সরিষা গ্রামের একটি মেয়ের সাথে নাসিরের শুক্রবার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। উপায়ান্তর না দেখে সে কনের বাড়িতে সবকিছু খুলে বলে। পরে সন্ধ্যায় নাসিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করে।

এই বিষয়ে প্রেমিক নাসিরকে বাড়িতে পাওয়া যায়নি, তার পিতা নুহু মন্ডল জানান আমার ছেলের সাথে যে তার প্রেম ছিল আগে জানায়নি কেন। আমার ছেলের ১০ দিন আগেই কাবিন হয়ে গেছে, শুক্রবার বিয়ে। এখন দাবি করলে তো তার সাথে বিয়ে করানো সম্ভব না।

উল্লেখ্য, সম্প্রতি শাহজাদপুরে বিয়ের দাবিতে অবস্থান করার সংখ্যা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা জানিয়েছে এরকম ঘটনা বন্ধ করা না গেলে বাইরের এলাকায় শাহজাদপুরের সন্মান হানি হবে।