০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

লঞ্চের সাথে জড়িয়ে বিদ্যুতের খুটিঁ ভেঙে সংযোগ বিছিন্ন

দৈনিক গণমানুষের ভাবনা রিপোর্ট

বরগুনা খাকদোন নদের উপর দিয়ে ওজোপাডিকোর বিদ্যুৎ সরবারহের বিদ্যুত সংযোগ লাইনের ঝুলে থাকা তার ঢাকা থেকে আসা এম বি রাজারহাট বি – লঞ্চের সাথে জড়িয়ে বিদ্যুতের খুটিঁ ভেঙে সংযোগ বিছিন্নে ঘটনা ঘটেছে। এতে বরগুনা শহরে সাড়ে চার ঘন্টা বিদ্যুত সরবারহ বন্ধ ছিলো। বিকল্প সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুত সরবারহ স্বাভাকিব করা    বিদ্যুত  বিভাগ।

ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বরগুনা কাযালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ টার দিকে ঢাকা -বরগুনা নৌপথে চলাচলকারি এমবি রাজারহাট -বি লঞ্চের ওপরের এসির পাইপের সাথে বরগুনা খাকদোন নদের উপর দিয়ে ৩৩ কেভি সঞ্চালন লাইন জড়িয়ে পরে। এতে সঞ্চালন লাইনের দুইটি খুটি ভেঙে ও তার ছিলে যায়। মুহুর্তের মধ্যে সংযোগ বন্ধ হয়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে স্থানীয় বাসিন্দারা ও লঞ্চযাত্রীরা রক্ষা পায়। বিকল্প লাইন দিয়ে বিদ্যুত  সরবারহ স্বাভাকিব করা হয়। এদিকে বরগুনা নদী বন্দর কাযালয় থেকে চলতি বছরের আগষ্ট মাসে খাকদোন নদীর উপর দিয়ে বৈদ্যতিক লাইন সরিয়ে উচুঁতে প্রতিস্থাপন করার জন্ চিঠি দেয়া হয়।

সরেজমিনে দেখা গেছে বরগুনা পৌরশহরের পশিচম বরগুনা এলাকায় (ওজোপাডিকো) কাযালয় সামনে খাকদোন নদে তীরে দুইটি বিদ্যুতের খুটি ভেঙে  সঞ্চালন লাইনের তার ছিড়ে নদের তীরে পড়ে আছে।

পৌর শহরের পশিচম বরগুনা এলাকার বাসিন্দা শাহীন বলেন, সকাল সাড়ে দশ টার দিকে  আমরা অনেকেই নদীর চরে বসে লঞ্চ আসতে আসে তাই দেখে ছিলাম। হঠাৎ দেখি নদীর উপরে বিদ্যুতের লাইন লঞ্চের একটি পাইপের  সাথে আটকে যায়, মূহূর্তের মধ্যে তার ছিড়ে দুইটি বিদ্যুতের খুটি ভেঙে যায়। এসময় আমরা দৌড়ে কোনো মতে রক্ষা পাই। কপালগুনে  লঞ্চ যাত্রীরা বেচেঁ গেছেন।

এম বি রাজারহাট -বি লঞ্চের মাষ্টার(চালক) ইয়ামিন হোসেন বলেন,আমরদের জাহাজটি খাকদোন নদীতে সকাল ১০ টায় প্রবেশ করে , এরকিছু সময় পর বিদ্যুতের লাইন দেখে জাহাজের গতি কমিয়ে দেয়া হয়। কিন্তু জোয়ার থাকার কারণে জাহাজ নিয়ন্ত্রণ না করতে পারায় বিদ্যুতের লাইন জড়িয়ে ছিড়ে যায়। তবে অল্পের জন্য আমাদের জাহাজে থাকা শতাধিক যাত্রী প্রানে বেচেঁ গেছেন।

ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বরগুনা কাযালয় নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, ঢাকা বরগুনা নৌপথে চলাচলকারি এম বি রাজারহাট – বি লঞ্চের ওপরের পাইপের সাথে খাকদোন নদের উপর দিয়ে ৩৩ কেভি সঞ্চালন লাইনের জড়িয়ে পরে। এর ফলে সঞ্চালন লাইনের দুইটি খুটি ভেঙে ও সঞ্চালন লাইনের তার ছিলে যায়। মুহুর্তের মধ্যে সংযোগ  বন্ধ হয়ে যায়। ফলে কোনো  প্রাণহানির ঘটনা ঘটেনি।তবে নদীর উত্তর পাড়ে দুইটি বসতঘর ভেঙে গেছে।

বরগুনা নদী বন্দর কর্মকর্তা  সৈয়দ মো.মাহবুবুর রহমান  বলেন,বরগুনা নদী বন্দর সংলগ্ন খাকদোন নদীর উপর দিয়ে বৈদ্যতিক লাইন নিচু থাকার ফলে লঞ্চের উপরি ভাগ বেধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে লঞ্চের যাত্রী সাধারণের প্রানহানির আশঙ্কায়  তিনমাস আগে বিদ্যুত বিভাগের চিঠি দিয়ে লাইন উচুস্থানে প্রতিস্থাপনের জন্য আবদেন করে ছিলাম।বিদ্যুত বিভাগ বিষয়টি গুরুত্ব না দেয়ার কারনে আজ দুর্ঘটনা ঘটলো।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান  বলেন,বিদ্যুতের লাইন বিছিন্ন হওয়ার ঘটনায় বিদ্যুত বিভাগ থেকে একটি  সাধারন ডায়রি জিডি আবেদন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ১২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
৫৮

লঞ্চের সাথে জড়িয়ে বিদ্যুতের খুটিঁ ভেঙে সংযোগ বিছিন্ন

আপডেট: ১২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

বরগুনা খাকদোন নদের উপর দিয়ে ওজোপাডিকোর বিদ্যুৎ সরবারহের বিদ্যুত সংযোগ লাইনের ঝুলে থাকা তার ঢাকা থেকে আসা এম বি রাজারহাট বি – লঞ্চের সাথে জড়িয়ে বিদ্যুতের খুটিঁ ভেঙে সংযোগ বিছিন্নে ঘটনা ঘটেছে। এতে বরগুনা শহরে সাড়ে চার ঘন্টা বিদ্যুত সরবারহ বন্ধ ছিলো। বিকল্প সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুত সরবারহ স্বাভাকিব করা    বিদ্যুত  বিভাগ।

ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বরগুনা কাযালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ টার দিকে ঢাকা -বরগুনা নৌপথে চলাচলকারি এমবি রাজারহাট -বি লঞ্চের ওপরের এসির পাইপের সাথে বরগুনা খাকদোন নদের উপর দিয়ে ৩৩ কেভি সঞ্চালন লাইন জড়িয়ে পরে। এতে সঞ্চালন লাইনের দুইটি খুটি ভেঙে ও তার ছিলে যায়। মুহুর্তের মধ্যে সংযোগ বন্ধ হয়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে স্থানীয় বাসিন্দারা ও লঞ্চযাত্রীরা রক্ষা পায়। বিকল্প লাইন দিয়ে বিদ্যুত  সরবারহ স্বাভাকিব করা হয়। এদিকে বরগুনা নদী বন্দর কাযালয় থেকে চলতি বছরের আগষ্ট মাসে খাকদোন নদীর উপর দিয়ে বৈদ্যতিক লাইন সরিয়ে উচুঁতে প্রতিস্থাপন করার জন্ চিঠি দেয়া হয়।

সরেজমিনে দেখা গেছে বরগুনা পৌরশহরের পশিচম বরগুনা এলাকায় (ওজোপাডিকো) কাযালয় সামনে খাকদোন নদে তীরে দুইটি বিদ্যুতের খুটি ভেঙে  সঞ্চালন লাইনের তার ছিড়ে নদের তীরে পড়ে আছে।

পৌর শহরের পশিচম বরগুনা এলাকার বাসিন্দা শাহীন বলেন, সকাল সাড়ে দশ টার দিকে  আমরা অনেকেই নদীর চরে বসে লঞ্চ আসতে আসে তাই দেখে ছিলাম। হঠাৎ দেখি নদীর উপরে বিদ্যুতের লাইন লঞ্চের একটি পাইপের  সাথে আটকে যায়, মূহূর্তের মধ্যে তার ছিড়ে দুইটি বিদ্যুতের খুটি ভেঙে যায়। এসময় আমরা দৌড়ে কোনো মতে রক্ষা পাই। কপালগুনে  লঞ্চ যাত্রীরা বেচেঁ গেছেন।

এম বি রাজারহাট -বি লঞ্চের মাষ্টার(চালক) ইয়ামিন হোসেন বলেন,আমরদের জাহাজটি খাকদোন নদীতে সকাল ১০ টায় প্রবেশ করে , এরকিছু সময় পর বিদ্যুতের লাইন দেখে জাহাজের গতি কমিয়ে দেয়া হয়। কিন্তু জোয়ার থাকার কারণে জাহাজ নিয়ন্ত্রণ না করতে পারায় বিদ্যুতের লাইন জড়িয়ে ছিড়ে যায়। তবে অল্পের জন্য আমাদের জাহাজে থাকা শতাধিক যাত্রী প্রানে বেচেঁ গেছেন।

ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বরগুনা কাযালয় নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, ঢাকা বরগুনা নৌপথে চলাচলকারি এম বি রাজারহাট – বি লঞ্চের ওপরের পাইপের সাথে খাকদোন নদের উপর দিয়ে ৩৩ কেভি সঞ্চালন লাইনের জড়িয়ে পরে। এর ফলে সঞ্চালন লাইনের দুইটি খুটি ভেঙে ও সঞ্চালন লাইনের তার ছিলে যায়। মুহুর্তের মধ্যে সংযোগ  বন্ধ হয়ে যায়। ফলে কোনো  প্রাণহানির ঘটনা ঘটেনি।তবে নদীর উত্তর পাড়ে দুইটি বসতঘর ভেঙে গেছে।

বরগুনা নদী বন্দর কর্মকর্তা  সৈয়দ মো.মাহবুবুর রহমান  বলেন,বরগুনা নদী বন্দর সংলগ্ন খাকদোন নদীর উপর দিয়ে বৈদ্যতিক লাইন নিচু থাকার ফলে লঞ্চের উপরি ভাগ বেধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে লঞ্চের যাত্রী সাধারণের প্রানহানির আশঙ্কায়  তিনমাস আগে বিদ্যুত বিভাগের চিঠি দিয়ে লাইন উচুস্থানে প্রতিস্থাপনের জন্য আবদেন করে ছিলাম।বিদ্যুত বিভাগ বিষয়টি গুরুত্ব না দেয়ার কারনে আজ দুর্ঘটনা ঘটলো।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান  বলেন,বিদ্যুতের লাইন বিছিন্ন হওয়ার ঘটনায় বিদ্যুত বিভাগ থেকে একটি  সাধারন ডায়রি জিডি আবেদন করছেন।