শিরোনাম:
চাঁদপুরের আলোচিত ডাকাত সর্দার বাবলার মৃত্য
মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী পদ্মা ও মেঘনার আতঙ্ক আলোচিত ডাকাত সর্দার বাবলা মৃত্যুর খবর খবর পাওয়া গেছে।
প্রাথমিক পর্যায়ে পাওয়া খবরে জানা গেছে, গজারিয়া থানার ইমামপুর ইউনিয়নের মল্লিকারচর গ্রামে ডাকাতি শেষে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাবলা গ্রুপ। এ সময় তারা নিজেদের মধ্যে দুটি পক্ষ হয়ে গোলাগুলি শুরু করলে বাবলার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এসময় মসজিদে মাইকিং করলে সবাই ছুটে গিয়ে গ্রামের রহিম বাদশার বাড়িতে বাবলার নিথর লাশ দেখতে পান। এদিকে রহিম বাদশাকেও গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ঢাকায় রেফার করা হয়।