জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন
এক দফা- এক দাবী ১০ম গ্রেড বাস্তবায়ন চাই এবং ১০ম গ্রেড আমাদের দাবী নয়, যৌক্তিক ও ন্যায্য অধিকার এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত স্বরনীয় দিনটিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
জলঢাকা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক আয়োজনে ৫ই অক্টোবর শনিবার দুপুরে পৌর শহরের জিড়ো পয়েন্ট মোড়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। চাওড়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক এর সভাপতিত্বে আয়োজিত ১০ম গ্রেড বাস্তবায়ন চাই এক দফা দাবীর মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ময়নুল ইসলাম, ফয়সাল হোসেন শাহ্ , আতাউর বারী আপেল, আব্দুল খালেক, ফেরদৌসী আক্তার, সাইয়্যেদাতুন নেছা, এস.আই বড় বাবু, হারুন অর-রশীদ, মাহফুজার রহমান প্রমুখ। উক্ত মানববন্ধন কর্মসূচিতে জলঢাকা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন, দেশের কৃষি অফিস, হাসপাতালে নিয়জিত নার্স, ইউনিয়ন পরিষদের সচিবসহ বেশ কিছু দফতরের কর্মকর্তারা ১০ম গ্রেডের আওতাধীন সরকারি সুযোগ সুবিধা গ্রহন করলেও আমরা প্রাথমিক পর্যায়ের মানুষ গড়ার কারিগরি হিসাবে খ্যাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন ১০ম গ্রেড থেকে বঞ্চিত।
অথচ এটি আমাদের ন্যায্য অধিকার। তাই অনতি বিলম্বে আমাদের এ যৌক্তিক দাবী অন্তবর্তীকালীন সরকারকে বাস্তবায়নের স্বীদ্ধান্ত নেওয়ার জোর আহবান জানান বক্তারা। উল্লেখ্য থাকে যে, বিশ্ব শিক্ষক দিবস পালন করার কথা থাকলেও জলঢাকা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ জাতীয় দিবসের ব্যানারে অংশ না নিয়ে বিশ্ব এই জাতীয় শিক্ষক দিবসে তাদের দাবীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে ঘন্টাব্যাপী পৌর শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে পথচারী, ব্যবসায়ী উৎশুক জনতা ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ পৌরশহরে অবস্থারত্ব মানুষের ভোগান্তি চরমে উঠে।