০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সড়ক দূর্ঘটনায় শিউলি নামে এক নারীর মৃত্যু

মোঃ মিজানুর রহমান

টাঙ্গাইলের মির্জাপু‌রে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শিউলি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শরিফুল ইসলা‌ম আহত হয়েছেন। তিনি মির্জাপুর কুমু‌দিনী মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি রয়েছেন।
বুধবার সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ সে‌প্টেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

নিহত শিউলি আক্তারের বাড়ী চাঁদপুর। তিনি মির্জাপু‌রের স্কয়ার ফার্মা‌সিউটিক‌্যাল লি‌মি‌ডে‌টের প্রোডাক্টশন বিভা‌গের সহকা‌রী টিম লিডার, তার স্বামী শ‌রিফুল একই কোম্পানীর ইঞ্জি‌নিয়ারিং বিভা‌গে কর্মরত আছেন।

মির্জাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রা‌তে তারা কর্মস্থল থে‌কে মোটরসাইকেল‌ যো‌গে বাসায় যা‌চ্ছি‌লেন। সড়কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে পৌঁছলে অজ্ঞাত প‌রিবহন মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই শিউলি মারা যায়। এতে গুরুত্বর আহত হয় তার স্বামী। পরে তা‌কে উদ্ধার ক‌রে মির্জাপুর কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ১১:০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১৯২

সড়ক দূর্ঘটনায় শিউলি নামে এক নারীর মৃত্যু

আপডেট: ১১:০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের মির্জাপু‌রে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শিউলি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শরিফুল ইসলা‌ম আহত হয়েছেন। তিনি মির্জাপুর কুমু‌দিনী মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি রয়েছেন।
বুধবার সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ সে‌প্টেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

নিহত শিউলি আক্তারের বাড়ী চাঁদপুর। তিনি মির্জাপু‌রের স্কয়ার ফার্মা‌সিউটিক‌্যাল লি‌মি‌ডে‌টের প্রোডাক্টশন বিভা‌গের সহকা‌রী টিম লিডার, তার স্বামী শ‌রিফুল একই কোম্পানীর ইঞ্জি‌নিয়ারিং বিভা‌গে কর্মরত আছেন।

মির্জাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রা‌তে তারা কর্মস্থল থে‌কে মোটরসাইকেল‌ যো‌গে বাসায় যা‌চ্ছি‌লেন। সড়কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে পৌঁছলে অজ্ঞাত প‌রিবহন মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই শিউলি মারা যায়। এতে গুরুত্বর আহত হয় তার স্বামী। পরে তা‌কে উদ্ধার ক‌রে মির্জাপুর কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।