০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

মতলব উত্তরে ফুলেল মালা দিয়ে প্রধান শিক্ষককে বরণ করল শিক্ষার্থীরা

মুরাদ দেওয়ান

সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে তখন উল্টো ঘটনা ঘটেছে মতলব উত্তর উপজেলায়। জোর করে কর্মবিরতিতে যেতে বাধ্য করা প্রধানশিক্ষককে ফিরিয়ে এনে চেয়ার বসিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রধানশিক্ষক একেএম তাজুল ইসলামকে সম্মানের সঙ্গে বরণ করে নেন।

এদিন সকাল ১০টার দিকে প্রধানশিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেয়। ওই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চায় এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে গত ২৪ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোর করে কর্মবিরতিতে যাওয়ার স্বাক্ষর নিয়েছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। জোর করে কর্মবিরতি করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০১:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
১১২

মতলব উত্তরে ফুলেল মালা দিয়ে প্রধান শিক্ষককে বরণ করল শিক্ষার্থীরা

আপডেট: ০১:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে তখন উল্টো ঘটনা ঘটেছে মতলব উত্তর উপজেলায়। জোর করে কর্মবিরতিতে যেতে বাধ্য করা প্রধানশিক্ষককে ফিরিয়ে এনে চেয়ার বসিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রধানশিক্ষক একেএম তাজুল ইসলামকে সম্মানের সঙ্গে বরণ করে নেন।

এদিন সকাল ১০টার দিকে প্রধানশিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেয়। ওই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চায় এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে গত ২৪ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোর করে কর্মবিরতিতে যাওয়ার স্বাক্ষর নিয়েছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। জোর করে কর্মবিরতি করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।