সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর সাথে হাতিয়ার সাংবাদিকদের মতবিনিময়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাতিয়া দ্বীপের কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ এর সাথে হাতিয়ায় কর্মরত সাংবাদিকদের
মতবিনিময় সভা হয়েছে ।
মঙ্গলবার ( ২৭ আগষ্ট) সকাল ১১.৩০ মিনিটের সময় হাতিয়া প্রেসক্লাব হল রুমে এ সভা হয়।
হাতিয়া প্রেসক্লাবের যুগ্নআহবায়ক ইফতেখার হোসেন তুহিন এর সঞ্চালনায়জি এম ইব্রাহিম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় বক্তব্য রাখেন আর টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন কিরন, দৈনিক নয়া দিগান্তর প্রতিনিধি ইফতেখার হোসেন তুহিন, ও দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি জি এম ইব্রাহিম হোসেন।
বৈষম্য বিরোধী ছাত্র -জনতার গণঅভ্যুত্থান, আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ , প্রেস ক্লাবের আহবায়ক জী এম ইব্রাহিম , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো: তানবীর শরীফ, সমন্বয় আব্দুল হান্নান মাসুদের পিতা হাজী আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, সমকলের প্রতিনিধি শাখওয়াত হোসেন,ইনকিলাবের প্রতিনিধি,আক্তার হোসেন,যায়যায়দিন, অবজারভার প্রতিনিধি, তাইজুল ইসলাম তসলিম, সময়ের আলোর প্রতিনিধি জিল্লর রহমান রাসেল, মানব জমিনের প্রতিনিধি, নজির আহম্মদ সহ আরে অনেকই।
সভায় হাতিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা, সমাধান ও ছাত্র বিপ্লবের চলমান বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ সমন্বয়ক বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।