বিএনপি নেতা হাবিব কাজীর ইন্তেকাল: দাফন সম্পন্ন
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বিএনপি নেতা মো. হাবিব কাজী (৭০) গতকাল রবিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি…….. রাজিউন। সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ ঘটিকায় ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজে অংশগ্রহণ করেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সহ সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক
সম্পাদক মনির হোসেন মোল্লা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, জেলা যুবদল
নেতা আবু তাহের সুমন, ইউপি সদস্য
আল আমিন, পৌর যুবদল নেতা রহিমউদ্দিন মোল্লা, সুমন বেপারী, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন প্রমুখ।