ভূঞাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী বিধৌত দুর্গম চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের ১০৭ নং সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহরাব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোকাদ্দেস আলী, মহিলা ইউপি সদস্য তারা ভানু, ইউপি সদস্য খোরশেদ আলী মন্ডল, মসজিদের ইমাম আব্দুল মান্নান (বাদল মুন্সি), অভিভাবক সদস্য মহর আলী মন্ডল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম সরকার। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।