০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আশার ৩ জেলার শিক্ষা সুপার ভাইজারদের সমন্বয় সভা

রাজবাড়ী সংবাদদাতা

আশা-শিক্ষা কর্মসূচির প্রসার, চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপার ভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত লক্ষ্য সামনে রেখে মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার ৩৩ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) রাজবাড়ী জেলা শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ফরিদপুর ট্রেনিং সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশা ফরিদপুর সদর জেলার সিনিয়র জেলা ম্যনেজার মোঃ তায়জুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা খুলনা বিভাগীয় সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম, আশা কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার এডুকেশন প্রান্ত দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আশা-মাগুরা জেলার এডুকেশন অফিসার মোঃ আবু সাঈদ।
দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এ শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ১২:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
২০২

আশার ৩ জেলার শিক্ষা সুপার ভাইজারদের সমন্বয় সভা

আপডেট: ১২:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

আশা-শিক্ষা কর্মসূচির প্রসার, চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপার ভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত লক্ষ্য সামনে রেখে মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার ৩৩ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) রাজবাড়ী জেলা শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ফরিদপুর ট্রেনিং সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশা ফরিদপুর সদর জেলার সিনিয়র জেলা ম্যনেজার মোঃ তায়জুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা খুলনা বিভাগীয় সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম, আশা কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার এডুকেশন প্রান্ত দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আশা-মাগুরা জেলার এডুকেশন অফিসার মোঃ আবু সাঈদ।
দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এ শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।