ভূঞাপুরে দুর্গাপূজা সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে ভূঞাপুর উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান। বুধবার (৯ অক্টোবর) সন্ধায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই উপজেলার পৌর এলাকা সহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, ভূঞাপুর থানার (ওসি) একেএম রেজাউল করিম এসময় সাথে থাকেন
ভূঞাপুর থানার এসআই, এএসআই ও অন্যঅন্য পুলিশ সদস্যরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল করতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা হলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল)। তিনি সনাতন ধর্মাবলম্বীদের এই দুর্গা উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।