০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে হত্যা

সিনিয়র রিপোর্টার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা বাজারে  জুয়া খেলার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষে মুসলিম উদ্দিন  (৩৪) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার মাটিকাটা গ্রামের জোয়ারের ছেলে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষের আশংকায় এক শালিশ অনুষ্ঠিত মাটিকাটা বাজারে। শালিসে মুসলিম মোবাইল অন লাইনে জুয়া খেলার বিষয় উপস্থাপন করতে গেলে তার উপর ক্ষিপ্ত হয় অপর পক্ষ। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানান, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের নয়নের সাথে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় নামক স্থানে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে মাতাব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার বিস্তারিত জানাচ্ছিল।

এ সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে মাতাব্বরদের সামনে কথা কাটাকাটি হয়। রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাথারি ভাবে রাম-দা দিয়ে কুপাতে থাকে। তাতে মুসলিমের স্বজনরা বাঁধা দিতে গেলে তাদের উপরেও হামলা করে তারা। এতে মুসলিমসহ তার বাবা, চাচাসহ ৫-৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণে মুসলিম মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সালিশি বৈঠকে মুসলিম নামে একজন খুন হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম  বলেন, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়। এ ব্যপারে ঘটনা স্থল থেকে হালিম নামে একজনকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৬:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
১৭১

টাঙ্গাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে হত্যা

আপডেট: ০৬:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা বাজারে  জুয়া খেলার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষে মুসলিম উদ্দিন  (৩৪) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার মাটিকাটা গ্রামের জোয়ারের ছেলে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষের আশংকায় এক শালিশ অনুষ্ঠিত মাটিকাটা বাজারে। শালিসে মুসলিম মোবাইল অন লাইনে জুয়া খেলার বিষয় উপস্থাপন করতে গেলে তার উপর ক্ষিপ্ত হয় অপর পক্ষ। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানান, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের নয়নের সাথে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় নামক স্থানে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে মাতাব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার বিস্তারিত জানাচ্ছিল।

এ সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে মাতাব্বরদের সামনে কথা কাটাকাটি হয়। রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাথারি ভাবে রাম-দা দিয়ে কুপাতে থাকে। তাতে মুসলিমের স্বজনরা বাঁধা দিতে গেলে তাদের উপরেও হামলা করে তারা। এতে মুসলিমসহ তার বাবা, চাচাসহ ৫-৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণে মুসলিম মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সালিশি বৈঠকে মুসলিম নামে একজন খুন হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম  বলেন, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়। এ ব্যপারে ঘটনা স্থল থেকে হালিম নামে একজনকে আটক করা হয়েছে।