ভূঞাপুর কালিহাতী ভোক্তা অধিকারের অভিযান
টাঙ্গাইলের ভূঞাপুর কালিহাতী এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার ১৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার যমুনা সেতু পিকনিক স্পট এলাকায় অভিযান চালিয় নির্ধারিত দামের অতিরিক্ত দামে খাদ্য পন্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পন্য বিক্রয় করায় আকন্দ ফাস্ট ফুডকে ৩ হাজার, কালিহাতী উপজেলাধীন জোকারচর বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ ও মূল্য তালিকা না থাকায় প্রিয়াংকা মিষ্টান্ন ভান্ডারকে ৫ শ গৌরাঙ্গ মিস্টান্ন ভান্ডারকে ৫শ, আড্ডা ফাস্ট ফুডকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের দ্বায় স্বীকার করেন এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন বলে জানায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম। অভিযানে সাথে ছিলেন টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালের স্যানিটরিী ইন্সপেক্টর আয়োয়ার হোসেন।
এ সময় অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।