০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ছাত্রদের উপর হামলার ঘটনায় দুই শ্রমিকের কারাদণ্ড

মোহাম্মদ সোহেল

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ভূঞাপুর ট্রাক শ্রমিকের হামলার ঘটনায় দুই শ্রমিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন শেষ করে যাওয়ার পথে ট্রাক স্টেশনে গেলে তাদের সাথে থাকা মেয়েদের কে অশ্লীল ভাষায় মন্তব্য করলে ছাত্রদের সাথে বাকবিতন্ডায় হয়। এক পর্যায়ে অতর্কিত হামলা চালায় শ্রমিকরা।

এসময় ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসমাউলসহ ৫/৬ জন ছাত্র গুরুতর আহত হয়। তাদের কে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ৪ঘন্টা যাবৎ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন।

শেষে তিন দফা অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। ছাত্র জনতার মাঝে, জিয়া (৪০) শুকুর আলী (৪৫) নামের দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৩:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
১২৪

ছাত্রদের উপর হামলার ঘটনায় দুই শ্রমিকের কারাদণ্ড

আপডেট: ০৩:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ভূঞাপুর ট্রাক শ্রমিকের হামলার ঘটনায় দুই শ্রমিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন শেষ করে যাওয়ার পথে ট্রাক স্টেশনে গেলে তাদের সাথে থাকা মেয়েদের কে অশ্লীল ভাষায় মন্তব্য করলে ছাত্রদের সাথে বাকবিতন্ডায় হয়। এক পর্যায়ে অতর্কিত হামলা চালায় শ্রমিকরা।

এসময় ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসমাউলসহ ৫/৬ জন ছাত্র গুরুতর আহত হয়। তাদের কে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ৪ঘন্টা যাবৎ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন।

শেষে তিন দফা অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। ছাত্র জনতার মাঝে, জিয়া (৪০) শুকুর আলী (৪৫) নামের দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।