০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র কর্মকর্তারদের মানববন্ধন

শাহিন, স্টাফ রিপোর্টার

শাহিন,(স্টাফ রিপোর্টার): ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি মানববন্ধন করেছেন সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুতদের নিজ নিজ পদে (জ্যেষ্ঠতা ও পদোন্নতিসহ) পুনর্বহালের আল্টিমেটাম দেন তাঁরা। একইসঙ্গে প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবি জানান।

আজ শনিবার (১৭ আগস্ট) মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এবিষয়ে এফবিসিসিআই প্রেসিডেন্ট বরাবর এক স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি সংগঠনের মহাসচিব গ্রহণ করেন।

মানববন্ধনের সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ২০২০ সালে দেশে করোনা মহামারির কারণে ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে। সেই দুর্যোগময় মুহূর্তে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দলীয়করণের নামে ৬২ জন কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করেন। পাশাপাশি প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে তাদের (কর্মকর্তা-কর্মচারী) বঞ্চিত করেন।

বেআইনিভাবে চাকরিচ্যুত এবং প্রাপ্য বেতন-ভাতাদি সম্পূর্ণরূপে না পাওয়ায় অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জানিয়ে জাকারিয়া আল মাহমুদ বলেন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের সমস্যা নিরসনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালকের কাছে আবেদন করেছেন। এছাড়াও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টের কাছে আবেদন জানিয়েছেন। ২০২২ সালে আইনজীবীর মাধ্যমে এফবিসিসিআই কর্তৃপক্ষকে ডিমান্ড নোটিশ প্রদান করা হয়। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই দাবি আদায়ে নিরুপায় হয়ে মানববন্ধন করছি। এসময় এফবিসিসিআই থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালসহ আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুতদের নিজ নিজ পদে পুনর্বহালের জন্য এই আল্টিমেটাম জানান তিনি। একইসঙ্গে প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবিও জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০২:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
৮৩

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র কর্মকর্তারদের মানববন্ধন

আপডেট: ০২:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

শাহিন,(স্টাফ রিপোর্টার): ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি মানববন্ধন করেছেন সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুতদের নিজ নিজ পদে (জ্যেষ্ঠতা ও পদোন্নতিসহ) পুনর্বহালের আল্টিমেটাম দেন তাঁরা। একইসঙ্গে প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবি জানান।

আজ শনিবার (১৭ আগস্ট) মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এবিষয়ে এফবিসিসিআই প্রেসিডেন্ট বরাবর এক স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি সংগঠনের মহাসচিব গ্রহণ করেন।

মানববন্ধনের সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ২০২০ সালে দেশে করোনা মহামারির কারণে ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে। সেই দুর্যোগময় মুহূর্তে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দলীয়করণের নামে ৬২ জন কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করেন। পাশাপাশি প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে তাদের (কর্মকর্তা-কর্মচারী) বঞ্চিত করেন।

বেআইনিভাবে চাকরিচ্যুত এবং প্রাপ্য বেতন-ভাতাদি সম্পূর্ণরূপে না পাওয়ায় অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জানিয়ে জাকারিয়া আল মাহমুদ বলেন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের সমস্যা নিরসনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালকের কাছে আবেদন করেছেন। এছাড়াও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টের কাছে আবেদন জানিয়েছেন। ২০২২ সালে আইনজীবীর মাধ্যমে এফবিসিসিআই কর্তৃপক্ষকে ডিমান্ড নোটিশ প্রদান করা হয়। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই দাবি আদায়ে নিরুপায় হয়ে মানববন্ধন করছি। এসময় এফবিসিসিআই থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালসহ আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুতদের নিজ নিজ পদে পুনর্বহালের জন্য এই আল্টিমেটাম জানান তিনি। একইসঙ্গে প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবিও জানান।