০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঘাটাইলে ১০৭ বছরের পুরোন চৌধুরী ম্যান

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধালাপাড়া ইউনিয়নে অবস্থিত ১০৭বছরের পুরনো চৌধুরী ম্যান

বাড়িটির স্থাপন করা হয় ১৯১৭সালে । প্রতিষ্ঠাতা মরহুম ছমির উদ্দিন চৌধুরী ও জমির উদ্দিন চৌধুরী।
এখানে শতবর্ষে ঐতিহ্য সম্পূর্ণ মুসলিম সংক্রান্ত পরিবার বসবাস করে। চৌধুরীবাডি ঘাটাইল থেকে ১২ কি:মি কিলোমিটার দূরে পূর্বে বংশাই নদীর সন্নিকটে অবস্থিত চৌধুরীবাডি। চৌধুরী বাড়ির গোড়াপত্তন হয় বাংলা ১২২৩ সনে। প্রথমে ছিল ছনের ছাউনি পরে টিনের ঘর তারপরে দালান। শতবার্ষিক চৌধুরী বাড়ীর পাকা দালান ৭/৮ একর জমির উপর অবস্থিত। চৌধুরী বাড়ির দক্ষিণ পাশে আটচালা একটি সৌখিন কাচারি ঘর এখনো পুরাতন ঐতিহ্যের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বংশের কৃতি পুরুষ মরহুম আমীর আলী চৌধুরী ছিলেন ঘাটাইল থানার দ্বিতীয় গ্রাজুয়েট। ১৯৫১ সালের টাঙ্গাইল পৌরসভার দ্বিতীয় মুসলিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০২:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
২০১

ঘাটাইলে ১০৭ বছরের পুরোন চৌধুরী ম্যান

আপডেট: ০২:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধালাপাড়া ইউনিয়নে অবস্থিত ১০৭বছরের পুরনো চৌধুরী ম্যান

বাড়িটির স্থাপন করা হয় ১৯১৭সালে । প্রতিষ্ঠাতা মরহুম ছমির উদ্দিন চৌধুরী ও জমির উদ্দিন চৌধুরী।
এখানে শতবর্ষে ঐতিহ্য সম্পূর্ণ মুসলিম সংক্রান্ত পরিবার বসবাস করে। চৌধুরীবাডি ঘাটাইল থেকে ১২ কি:মি কিলোমিটার দূরে পূর্বে বংশাই নদীর সন্নিকটে অবস্থিত চৌধুরীবাডি। চৌধুরী বাড়ির গোড়াপত্তন হয় বাংলা ১২২৩ সনে। প্রথমে ছিল ছনের ছাউনি পরে টিনের ঘর তারপরে দালান। শতবার্ষিক চৌধুরী বাড়ীর পাকা দালান ৭/৮ একর জমির উপর অবস্থিত। চৌধুরী বাড়ির দক্ষিণ পাশে আটচালা একটি সৌখিন কাচারি ঘর এখনো পুরাতন ঐতিহ্যের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বংশের কৃতি পুরুষ মরহুম আমীর আলী চৌধুরী ছিলেন ঘাটাইল থানার দ্বিতীয় গ্রাজুয়েট। ১৯৫১ সালের টাঙ্গাইল পৌরসভার দ্বিতীয় মুসলিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল।