কালের কন্ঠের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ
দেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কন্ঠের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওকে বিকৃত করে মিথ্যা প্রচারের অভিযোগ উঠেছে।
এই মিথ্যা প্রচারে সাংবাদিক মিজানুর রহমান বুলু প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল বুধবার সকালে (১৬ জুলাই) গৌরনদী-গোপালগঞ্জ সড়ক দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দদের গোপালগঞ্জে প্রবেশ ঠেকাতে কোটালীপাড়ার ওয়াবদারহাট এলাকায় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। খবর পেয়ে আমি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সড়ক অবরোধ করে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখতে পাই। এ সময় আমি লাইভ করার জন্য আমার এক সহকর্মীকে ‘মোবাইল ধর’ বলি। এই দুটি শব্দের ’মোবাইল’ শব্দটি বাদ দিয়ে ’ধর’ শব্দটি রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হয়।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মহল প্রচার করে আমি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘ছাত্র লীগ’ কে স্লোগান ধরতে বলেছি। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাংবাদিক মিজানুর রহমান বলেন, আমি ২০১৮ সাল থেকে সুনামের সহিত দৈনিক কালের কন্ঠে কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। এর আগে দৈনিক আমার দেশ, বাংলাদেশ প্রতিদিনসহ দেশের অনেক শীর্ষস্থানীয় পত্রিকায় কাজ করেছি। আমি ও আমার পরিবারের কোন সদস্য আওয়ামী লীগসহ কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নই বা কখনো যুক্ত ছিলাম না। তাই আমি মনে করি আমি আমার প্রত্রিকা কালের কন্ঠ কে নিয়ে একটি উদ্দ্যেশ্যেমূলক প্রচার।