০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় একটি অগভীর নলকূপে (এসটিডব্লিউ) বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি (পুল) বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পশ্চিম দূর্গপুর গ্রামে ভূক্তভোগীদের নিজ বাড়ির উঠানে এ  সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।এসময় মোজাম্মেল হকের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মাষ্টার,জালাল উদ্দিন আহম্মেদ,ইব্রাহীম হোসেন,রশিদুল ইসলাম,আসিব আলী,বাহাদুর, ইমরান হোসেন গেদা,মকলেছ,ওসমান,কালাম,সুমন,রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, পশ্চিম দূর্গপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে তার টেনে প্রায় ১২’শ ফুট দূরে এলএলপি বৈদ্যুতিক সংযোগের মাধমে সেচকার্য পরিচালনা করে আসছেন। অবৈধভাবে এলএলপি বৈদ্যুতিক সংযোগ গ্রহণকারী জাকির হোসেনের পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। পার্শ্ব বৈদ্যুতিক সংযোগের কারণে যেকোন সময় দূর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসীরা। এর পরেও ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে তারা দীর্ঘদিন যাবৎ এভাবে সেচকার্য পরিচালনা করে আসছেন।

এসব বিষয় নিয়ে তাদের একাধিকবার বলা সত্বেও তারা কর্ণপাত না করায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের  পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন নওগাঁ পল্লী বিদুৎ সমিতি-১ সতিহাট সাব-জোনাল অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অথচ, এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরই জের ধরে গত সোমবার বিকেলে একটি অগভীর নলকূপে (এসটিডব্লিউ) বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি (পুল) বসানোর সময় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহতরা হলেন, পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন ও আক্কাস আলী এবং একই গ্রামের মৃত মোসলেম আলী প্রামানিকের ছেলে আতাব আলী।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এঘটনায় মামলার প্রেক্ষিতে একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত রফিকুল ইসলাম পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। অপরদিকে ফেরদৌস আলী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। অন্যান্য আসামীদেরকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৪:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৪০

হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট: ০৪:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

নওগাঁর মান্দায় একটি অগভীর নলকূপে (এসটিডব্লিউ) বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি (পুল) বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পশ্চিম দূর্গপুর গ্রামে ভূক্তভোগীদের নিজ বাড়ির উঠানে এ  সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।এসময় মোজাম্মেল হকের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মাষ্টার,জালাল উদ্দিন আহম্মেদ,ইব্রাহীম হোসেন,রশিদুল ইসলাম,আসিব আলী,বাহাদুর, ইমরান হোসেন গেদা,মকলেছ,ওসমান,কালাম,সুমন,রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, পশ্চিম দূর্গপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে তার টেনে প্রায় ১২’শ ফুট দূরে এলএলপি বৈদ্যুতিক সংযোগের মাধমে সেচকার্য পরিচালনা করে আসছেন। অবৈধভাবে এলএলপি বৈদ্যুতিক সংযোগ গ্রহণকারী জাকির হোসেনের পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। পার্শ্ব বৈদ্যুতিক সংযোগের কারণে যেকোন সময় দূর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসীরা। এর পরেও ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে তারা দীর্ঘদিন যাবৎ এভাবে সেচকার্য পরিচালনা করে আসছেন।

এসব বিষয় নিয়ে তাদের একাধিকবার বলা সত্বেও তারা কর্ণপাত না করায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের  পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন নওগাঁ পল্লী বিদুৎ সমিতি-১ সতিহাট সাব-জোনাল অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অথচ, এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরই জের ধরে গত সোমবার বিকেলে একটি অগভীর নলকূপে (এসটিডব্লিউ) বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি (পুল) বসানোর সময় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহতরা হলেন, পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন ও আক্কাস আলী এবং একই গ্রামের মৃত মোসলেম আলী প্রামানিকের ছেলে আতাব আলী।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এঘটনায় মামলার প্রেক্ষিতে একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত রফিকুল ইসলাম পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। অপরদিকে ফেরদৌস আলী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। অন্যান্য আসামীদেরকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।