সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে (৫ই ফ্রেবুয়ারী) কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই দিনটি বইয়ের প্রতি শ্রদ্ধা ও গ্রন্থাগারের গুরুত্ব উপলব্ধি করার জন্য পালিত হয়।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক কাকলী মুখোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে জাতীয় গ্রন্থাগার দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শত বছরের মানুষের চিন্তা ভাবনা, পর্যবেক্ষণ, অনুধাবন, গবেষণাপত্র এবং যা কিছু জ্ঞান রয়েছে, সবই গ্রন্থাগারে পাওয়া যায়। একটি দেশে যতগুলো ভালো গ্রন্থাগার থাকবে, সে দেশ ততটাই এগিয়ে যাবে। গ্রন্থাগার যত সমৃদ্ধ হবে, জ্ঞানের ব্যাপ্তি তত বেশি হবে।”
তিনি আরো যোগ করেন, “আমাদের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের গ্রন্থাগারটি বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা আশা করি, অতি শীঘ্রই সেই সীমাবদ্ধতাগুলো দূর করে একটি আদর্শ গ্রন্থাগার হিসেবে এটিকে পরিণত করা হবে।”এছাড়া, গ্রন্থাগারের গুরুত্ব এবং শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস সৃষ্টি করতে এই ধরনের উদ্যোগের প্রশংসা করা হয়। শিক্ষার্থীরা বলেন, গ্রন্থাগার হল জ্ঞান আহরণের এক অমূল্য স্থান, যেখানে দেশের ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কিত অমূল্য তথ্য পাওয়া যায়। এই ধরনের দিবস তাদের মধ্যে বই পড়ার আগ্রহ আরো বাড়িয়ে দেয় এবং গ্রন্থাগারের প্রয়োজনীয়তা তারা ভালোভাবে উপলব্ধি করতে পারে।
এদিনের অনুষ্ঠানে বক্তারা গ্রন্থাগারের সুবিধা এবং এর উন্নয়ন কিভাবে দেশের শিক্ষার মান উন্নয়ন করতে সাহায্য করবে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা ছাত্রদের বই পড়ার মাধ্যমে নিজেদের চিন্তা ও জ্ঞানভাণ্ডার বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সহায়তা করবে এবং গ্রন্থাগারের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।