০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

র‍্যাবের অভিযানে ধামইরহাটের দুই মাদক ব্যবস্যায়ী আটক

গণমানুষের ভাবনা ডেস্ক

নওগাঁ জেলার বদলগাছী থানাধীন কাস্টগাড়ী এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রাখালঘাট গ্রামের মো. ভুট্টু মন্ডলের ছেলে মো. ফাইজুল ইসলাম এবং অপরজন একই গ্রামের মৃত মুনির মন্ডলের ছেলে মো. বাবলু মন্ডল।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি দল অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । এ অভিযানে ফেন্সিডিল সহ আটক মাদক ব্যবসায়ী ফাইজুল ও বাবলুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা হয়েছে।

র‍্যাব আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসায়ী ফাইজুল এবং বাবলুর কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। তদন্তে জানা যায়, ফাইজুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বাবলুর মাধ্যমে নওগাঁর বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করতো। দীর্ঘ পর্যবেক্ষণের পর, ০৩ সেপ্টেম্বর রাতে বদলগাছীর কাস্টগাড়ী এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় অভিযানে আটক করা হয় ফাইজুল ও বাবলুকে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যা প্রমাণিত অপরাধের অংশ।

র‌্যাব-৫ এর দল জানিয়েছে যে, মাদক কারবারে জড়িত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের ভয়াবহতা রুখতে ও যুবসমাজকে এই সর্বনাশা পথ থেকে ফিরিয়ে আনতে র‌্যাব-৫ আরও কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে।

এদিকে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
৮৬

র‍্যাবের অভিযানে ধামইরহাটের দুই মাদক ব্যবস্যায়ী আটক

আপডেট: ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁ জেলার বদলগাছী থানাধীন কাস্টগাড়ী এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রাখালঘাট গ্রামের মো. ভুট্টু মন্ডলের ছেলে মো. ফাইজুল ইসলাম এবং অপরজন একই গ্রামের মৃত মুনির মন্ডলের ছেলে মো. বাবলু মন্ডল।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি দল অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । এ অভিযানে ফেন্সিডিল সহ আটক মাদক ব্যবসায়ী ফাইজুল ও বাবলুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা হয়েছে।

র‍্যাব আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসায়ী ফাইজুল এবং বাবলুর কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। তদন্তে জানা যায়, ফাইজুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বাবলুর মাধ্যমে নওগাঁর বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করতো। দীর্ঘ পর্যবেক্ষণের পর, ০৩ সেপ্টেম্বর রাতে বদলগাছীর কাস্টগাড়ী এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় অভিযানে আটক করা হয় ফাইজুল ও বাবলুকে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যা প্রমাণিত অপরাধের অংশ।

র‌্যাব-৫ এর দল জানিয়েছে যে, মাদক কারবারে জড়িত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের ভয়াবহতা রুখতে ও যুবসমাজকে এই সর্বনাশা পথ থেকে ফিরিয়ে আনতে র‌্যাব-৫ আরও কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে।

এদিকে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।