বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মতলব উত্তরের সুজাতপুর বাজার বণিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষনা ও আলোচনা সভা
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার বণিক সমবায় সমিতির কমিটি বিলুপ্ত ঘোষনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বিকালে সুজাতপুর বাজারে প্রেসক্লাব ভবনের সামনে বালুমাঠে আয়োজিত ওই সভায় উপস্থিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বেষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
এরআগে উন্মুক্ত আলোচনা সভায় ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের ক্ষোভ তুলে ধরেন এবং বিগত দিনে কমিটির সভাপতি বিল্লাল হোসেনের কিছু অনিয়মের তথ্য তুলে ধরেন। সুজাতপুর বাজারের ব্যবসায়ীক শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলতি কমিটি বিলুপ্ত করা হয়।
আগামী কয়েকদিনের মধ্যেই আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং আহ্বায়ক কমিটির অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চেয়েছেন ব্যবসায়ীরা।সুজাতপুর বাজার ব্যবসায়ি রোকন মুন্সির সভাপতিত্ত্বে ও কামরুল হাসান রাব্বির পরিচালনায় বক্তব্য দেন -ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, ছাত্রদলের আহব্বায়ক নূরুল হুদা ফয়েজী মামুনুর রশীদ, আব্দুর রশিদ. ডা. রিমন, মিজানুর রহমান পাটোয়ারী, মো. হেলাল মিয়া, আব্দুল বাতেন মজুমদার, সজিব পাটোয়ারী প্রমুখ।















