শিরোনাম:
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পদত্যাগের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২৫ আগস্ট) ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ।
এসময় এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন, তাজুল ইসলাম,গিয়াস উদ্দিন তফদার, মজিব খান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গুন্ডা বাহিনীর দ্বারা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন তিনি।
চেয়ারম্যান হওয়ার পরে অর্থের বিনিময়ে বিচারে পক্ষপাতিত্ব করেছেন তিনি। চেয়ারম্যানকে আর ইউনিয়ন পরিষদে আসতে দেয়া হবেনা বলেও হুশিয়ারি দিয়েছেন তারা।