বাজারে পিঁয়াজের দাম ১৪০ টাকা কেজি থাকলেও যেভাবে কিনবেন মাত্র ৬০ টাকা কেজি
৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পড়ে বঙ্গবন্ধুর কণ্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পরের দিন থেকে, পুরো দেশ জুড়ে শুরু হয় ধংসলিলা, ( ৬ ) ছয় আগষ্ট থেকে ফেসবুক সহ অন্যান্য প্রাটফ্রম গুলোতে দেখা যায় নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে।
অর্থাৎ বাজারে যে জিনিসের দাম আছে ১০০ টাকা সোসালমিডিয়াতে সেটির দাম শোনা যায় ৪০ থেকে ৫০ টাকা। পিঁয়াজের দাম বাজারে ১৪০ টাকা কেজি থাকলেও অনলাইন প্লাটফর্ম গুলোতে শুনা যায় ৬০/৭০ টাকা কেজি, যেটি রীতিমতো ভাইরাল হয়, চিফ টিভির একটি টিম বাজারে অনুসন্ধান করতে গেলে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো দিগুণ বেড়েছে,, ফেসবুকে যে দামটি ভাইরাল হয় সেটি সম্পূর্ণ গুজব বলে যানা যায়। ওহ এক ব্যবসায়ী আমাদের বলেন,, আমরা আগের দামের থেকে দিগুণ দাম দিয়েও আমরা মাল পাচ্ছি না,, তাহলে আমরা কম দামে বিক্রি করবো কি করে..? শেখ হাসিনা সরকার থাকা কালীন দাম বেশি থাকলেও আমরা সব কিছু পেতাম, কিন্তু এখন তো আমরা তাও পাচ্ছি না। দশটার জিনিস পঞ্চাশ টাকা দিয়েও খেতে হচ্ছে এটাই কি আমাদের স্বাধীনতা?