নিখোঁজ সংবাদ

★-(ষাট বছর বয়সী ভদ্র মহিলা-সম্পর্কে আমার-(মাঐ-মা)-হঠাৎ নিখোঁজ)-!!!★
√ * মোছাঃ-রওশান আরা বেগম-
স্বামীঃ-মোঃ লাল মিয়া
গ্রামঃ-আজগড়া, উপজেলাঃ-বেলকুচি জেলাঃ-সিরাজগঞ্জ > অদ্য ০৫/০২/২০২৫ ইংরেজি রোজঃ-বুধবার দুপুর ১ঃ১৫ ঘটিকা হতে নিখোঁজ! নিখোঁজ মোছাঃ রওশান আরা বেগম তার ছোট মেয়ে মোছাঃ লাকি খাতুনের সয়াদাবাদ পুনর্বাসন এলাকার বাড়িতে কয়েক দিন যাবৎ অবস্থান করতেছিলেন! হঠাৎ অদ্য দুপুরে ওযু করে ঘরে আসতেছি বলে আর ঘরে আসেনি, না বলে তার ছোট মেয়ের বাড়ি থেকে > মেয়ের স্বামীর নাম মোঃ আলমাস সরকার, তার সয়দাবাদ পুনর্বাসন এলাকার বাজারের দক্ষিণে অবস্থিত বাড়ি থেকে হারিয়ে গেছে-কোথায় যে গেছে তাকে আর খু্ঁজে পাওয়া যাচ্ছে না! উল্লেখ্য, তার একমাত্র ছেলে বিগত-১৪/১২/২০২৪ ইংরেজি, রোজঃ-শুক্রবার ইন্তেকাল করেন। তারপর থেকে ছেলের শোকে কিছুটা ভারসাম্যহীন। কিন্তু ভালোভাবে কথা বলে, খানা খায় এবং সবাইকে চেনে। গায়ের রং কালো, পরনে এ্যাশ কালার বোরখা ও সুন্নতি পোষাক ফ্রগ পড়া। কোন স্ব-হৃদয় ব্যক্তি উক্ত মহিলার সন্ধান পেলে সয়দাবাদ মেয়ের বাড়ি-(লাকি আলমাসের বাড়ি)-অথবা আজগড়া মার্কাস মসজিদে জমা দিবেন আর প্রয়োজনে নীচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে চিরকৃতজ্ঞ থাকবে নিখোঁজের পরিবার। উল্লেখ্য, নিখোঁজ মহিলার বাসা আজগড়া মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায়।।
মোবাইল নং- 01761096961-মোঃ লাল মিয়া।
মোবাইল নং-01751168076 মোঃ রাকিব নাতি-নাফিজা।
মোবাইল নং-০১৭৮৪৮০৮০৭৬ লাকি আলমাস (মেয়ে)।
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯-মহসিন আলম মুহিন