১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

ভূঞাপুরে কিন্ডারগার্টেন উদ্বোধন

মোঃ মিজানুর রহমান

টাঙ্গাইলের ভূঞাপুর আগুনে পুরে যাওয়া সেই ভুয়াপুর কিন্ডারগার্টেন ৩ বছর পর আবার যাত্রা শুরু করলো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে ভূঞাপুরের প্রাণকেন্দ্র মোশাররফ স্যার ও রেখা কমপ্লেক্সের দোতলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিদ্যালয়টি ১৯৯৬ সালে যাত্রা শুরু করে বেশ সুনামের সহিত প্রাতিষ্ঠানিক কার্যক্রম করে আসছিল। ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক শংকর দাশের সরাসরি তত্বাবধানে পরিচালিত হয়ে শিশু শিক্ষায় অনন্য অবদান রেখে আসছিল।

২০২২ সালে দুর্বৃত্তরা রাতের আধারে আগুন লাগালে সম্পুর্ন ভাবে ভস্মীভূত হয়ে যায়। সেই থেকে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার সকালে বিদ্যালয়টি নতুন করে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন যোগদানকৃত সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম, অধ্যাপক শংকর দাশের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সাবেক সভাপতি মোঃ খায়রুজ্জামান ভুঁইয়া, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক শাহরিয়ার কবির প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আপডেট: ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৩০

ভূঞাপুরে কিন্ডারগার্টেন উদ্বোধন

আপডেট: ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুর আগুনে পুরে যাওয়া সেই ভুয়াপুর কিন্ডারগার্টেন ৩ বছর পর আবার যাত্রা শুরু করলো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে ভূঞাপুরের প্রাণকেন্দ্র মোশাররফ স্যার ও রেখা কমপ্লেক্সের দোতলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিদ্যালয়টি ১৯৯৬ সালে যাত্রা শুরু করে বেশ সুনামের সহিত প্রাতিষ্ঠানিক কার্যক্রম করে আসছিল। ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক শংকর দাশের সরাসরি তত্বাবধানে পরিচালিত হয়ে শিশু শিক্ষায় অনন্য অবদান রেখে আসছিল।

২০২২ সালে দুর্বৃত্তরা রাতের আধারে আগুন লাগালে সম্পুর্ন ভাবে ভস্মীভূত হয়ে যায়। সেই থেকে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার সকালে বিদ্যালয়টি নতুন করে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন যোগদানকৃত সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম, অধ্যাপক শংকর দাশের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সাবেক সভাপতি মোঃ খায়রুজ্জামান ভুঁইয়া, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক শাহরিয়ার কবির প্রমুখ।