মতলবে নিষেধাজ্ঞায় থেমে নেই জাটকা নিধন ক্রয়-বিক্রয়

নিষেধাজ্ঞা সত্ত্বেও চাঁদপুর মতলবের পদ্মা-মেঘনায় থেমে নেই জাটকা নিধন ও ক্রয়-বিক্রয়। উপজেলার চরাঞ্চলসহ নদীতীরবর্তী এলাকায় জেলেরা প্রকাশ্যে জাটকা ধরে বিভিন্ন হাট- বাজারসহ মহল্লা মহল্লায় প্রকাশ্যে বিক্রি করছে।
১মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা (১০ ইঞ্চি বা ২৫ সে.মি. বাচ্চা ইলিশ) আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হলেও তা মানছে না জেলে ও ক্রেতা-বিক্রেতারা।
সূত্রে জানা যায়,জাটকা রক্ষায় নদীতে বিশেষ অভিযান জেলা প্রশাসনের নেতৃত্ব কোস্ট গার্ড ও নৌ-পুলিশ নদীতে বৃহস্পতিবার অভিযান করা হলেও উপজেলা মৎস অফিসার নেতৃত্বে অভিযানের কোন দৃশ্যমান দেখা যায়নি।
উপজেলার বোরচরের নাছির উদ্দিন জানান, প্রতিদিনই এ এলাকা থেকে জাটকা দেশের বিভিন্না স্হানে পাচার হচ্ছে। সব মাছের আকার তিন থেকে পাঁচ ইঞ্চি।
আমিরাবাদ বাজার ও এখলাশপুরের আড়তদারা জানান, তাদের আড়তে জাটকা বিক্রি হয় না। মাঝেমধ্যে চরের কয়েকজন জেলে জাটকা এনে চুরিচামারি করে বিক্রি করছে। নিষেধ করা হলেও তারা শোনেন না।
যাত্রা বাড়ি থেকে মাছ কিনতে এসেছেন কয়েকজন মাছ ব্যবসায়ী, তারা জানান, এখানে প্রায় জাটকা বিক্রি হয়। মাঝেমধ্যে তিনিও জাটকা কিনে ঢাকা গিয়ে তা বিক্রি করেন। এতে কেউ তাঁকে বাধা দেয়নি।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, অভিযান জোরদার করা হবে।