কুষ্টিয়া জেলার আড়ুয়াপাড়া গ্রামের সাইদুলের ছেলে নিলয় (২৩) এর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে নিজের স্বামী ও সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান হরিণাকুন্ডুর নিচতলা গ্রামের মুন্নি (২০)।
জানা গেছে, গতকাল বিকেলে মুন্নি প্রেমিক নিলয়ের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের ধরে ফেলে। এলাকাবাসীর হাতে ধরা পড়ার পর দু’জনকেই আটক করা হয়। পরে এলাকাবাসীর কথায় কিছু সময় আটকে রাখলেও, মুন্নি নিজের ইচ্ছায় প্রেমিক নিলয়ের সঙ্গে থাকার কথা জানালে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়।
ঘটনার পরপরই মুন্নি শেষ পর্যন্ত প্রেমিক নিলয়ের নিজ বাড়িতে গিয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং উভয় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এ বিষয়ে নিলয়ের পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মুন্নির স্বামীও সংবাদমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।