পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (টি.আর) এবং (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবাস্তবায়ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়াও কাজ বন্ধ রেখে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায় করছেন প্রকল্প সংশ্লিষ্টরা, এমন অভিযোগ স্থানীয়দের।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকল্পের তথ্য বলছে, উপজেলার কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পাকা রাস্তা হতে খলিফা বাড়ি অভিমুখী রাস্তার মেরামতের জন্য ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ৮.৮৮৪ মেট্রিকটন গম বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে, পাশের গ্রাম ৫নং ওয়ার্ড মোল্লা বাড়ি থেকে উত্তরের সিকদার বাড়ি হয়ে জাহাঙ্গীর সড়ক অভিমুখী রাস্তার জন্য একই অর্থবছরে বরাদ্দ হয়েছে ২লাখ ৩৬ হাজার ৭শ ১৪ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ তিনজনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। টি.আর, কাবিখা, কাবিটা কর্মসূচির আওতার প্রকল্পের শর্তানুযায়ী শ্রমিক দিয়ে সকল কাজ করার কথা থাকলেও সরেজমিনে দেখা গেলো ভিন্ন চিত্র।
স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি তোয়াক্কা না করে তাদের প্রয়োজনীয় জমির মাটি এস্কেভেটর মেশিন (ভেকু) মাধ্যমে কেটে রাস্তার মেরামত কাজ করা হচ্ছে। আবার কাজ শুরু করতে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। চাহিদা অনুযায়ী টাকা না দেয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করে না সংশ্লিষ্টরা এমন অভিযোগ স্থানীয়দের।
অনিয়মের অভিযোগ স্বীকার করে মুঠোফোনে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও কালাইয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার বলেন, জরুরী প্রয়োজন থাকায় সামান্য কিছু মাটি ভেকু দিয়ে কাটা হয়। বাকি কাজ শ্রমিক দিয়েই করানো হয়েছে। তবে কোনো ধরনের আর্থিক লেনদেনের ঘটনা নেই, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টাকা নিয়ে থাকলে ফেরত দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাউফলের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ।