পিরোজপুরের কাউখালীতে স্কুল কলেজ চলাকালীন সময় ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীদের বাহিরে আড্ডা দেওয়ার সময় কাউখালী থানা পুলিশ ৭ শিক্ষার্থীকে আটক করে। অতঃপর লিখিত মুচলেকার মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
আজ ২১ এপ্রিল (সোমবার) সকাল ১১ ঘটিকার সময়,কাউখালী উপজেলা চত্বর পুকুরপাড় থেকে উক্ত ছাত্র-ছাত্রীদের আটক করা হয়। জানা যায় উপজেলা পুকুর পাড়ে থাকা একাধিক বৈঠকের উপরে বিভিন্ন সময়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়, এমন তথ্যের ভিত্তিতে সরজমিনে সোমবার উক্ত ছাত্র-ছাত্রীদের কাউখালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৭ জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিপূর্বে বরিশাল ডিআইজি মোঃ মন্জুর মোরশেদ আলম একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্কুল চলাকালীন সময়ে এবং রাত আটটার পরে কোন ছাত্র-ছাত্রী দেখা গেলে আটক করা হবে কোন সুপারিশ হবে না।
এ বিষয়ে কাউখালী থানা ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, স্কুল কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে কাউখালীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও আড়ালে ঘোরাফেরা করে, সোমবার গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলা পুকুর পাড়ে অভিযান চালিয়ে ৭ জন শিক্ষার্থীকে আটক করে অভিভাবককে খবর দেয়া হয়। পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড জড়িত হবে না বিধায় লিখিত মুচলেকা দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।