প্রখ্যাত সাহিত্যিক, উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৪৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।গতকাল শনিবার (২৯ মার্চ) সকালে এ উপলক্ষে তার জন্ম স্থান টাঙ্গাইলের ভূঞাপুর বিভিন্ন কর্মসূচি পালন করে তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও প্রিন্সিপাল ইবরাহীম খাঁ পাঠাগার।কর্মসূচির মধ্যে ছিল ইবরাহীম খাঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া খায়ের ও ইবরাহীম খাঁ সরকারী কলেজ মসজিদে তোবারক বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধক্ষ্য প্রফেসর মোঃ কামরুজ্জামান সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহরিয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ ফেরদৌস আলম, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম মিয়া, প্রিন্সিপাল ইবরাহীম পাঠাগারের সহ সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমানসহ সুধীমন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ।শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ১৮৯৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিরামদী গ্রামে জন্ম গ্রহণ করেন।
তার লেখা বিভিন্ন সাহিত্য কর্মসহ তিনি সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠা কালীন প্রিন্সিপাল, ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এছাড়া তার জীবদ্দশায় প্রতিষ্ঠা করেন ইবরাহীম খাঁ সরকারি কলেজে, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভূঞাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপুর বাংলা কলেজ, ভূঞাপুর ফাযিল মাদরাসা,সহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান।প্রথিতযশা গুণী এই মানুষটি ১৯৭৮ সালে ২৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ সংলগ্ন মসজিদের সামনে সমাহিত করা হয়েছে।