ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ৪৩ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ( মীর হাজিরবাগ) এর প্রিন্সিপাল ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর গভর্নর মাওলানা খলিলুর রহমান মাদানী, বিশিষ্ট শিল্পপতি লুবনান,রিচম্যান ও ইনফিনিটি গ্রুপের এমডি নাজমুল হক খান,বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং সেন্টার এর উপাধ্যক্ষ মাওলানা নুরুল্লাহ মাদানী।
অনুষ্ঠানে ট্রাস্টের কার্যক্রম তুলে ধরেন ট্রাস্টের কো-অর্ডিনেটর মাওলানা মুহাম্মদ তারিক জামিল।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট এর সেক্রেটারি জেনারেল জনাব ওয়ালী উল্লাহ,ঘোষপালা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মো:এনামুল হক। আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, এবছর নান্দাইল উপজেলাধীন ২৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণীর ১৫৭ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পরীক্ষার ফলাফলের মাধ্যমে ৪৩ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।