মুন্সিগঞ্জ-গজারিয়া ও মতলব মেঘনার পাড়ের মানুষের একআতঙ্কের নাম গজারিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মনসুর আহম্মেদ জিন্না তার নেতৃত্বে মেঘনায় ডাকাত দল বেপোরোয়া। চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নার বেপরোয়া কর্মকাণ্ডেও অতিষ্ঠ এলাকাবাসী। আছে মাদক বানিজ্য, ডাকাত দল ও কিশোর গ্যাং এর সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামীলীগ নেতা ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্না।
অভিযোগ রয়েছে প্রতিদিন স্পিড-বোর্ডে ডাকাতির করতে নিয়মিত নৌ-পথে মোহড়া দেন এই চেয়ারম্যান জিন্নার নেতৃত্বে থাকা ডাকাত দল।
জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্না’র নেতৃত্বে বেপরোয়া ডাকাতি, মাদক কারবারির কারণে আতঙ্কে বসবাস করছেন মুন্সীগঞ্জের গজারিয়া ও মতলববাসী।
আরও জানা যায়, চেয়ারম্যান জিন্নার তান্ডবে ড্রেজার- ভেকুতে অবৈধভাবে বালু উত্তোলনসহ নানান অপকর্ম জড়িত উপজেলা চেয়ারম্যান জিন্না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, নৌপথের চলাচলকারী নৌযান চালক ও যাত্রীরা চেয়ারম্যান জিন্নার বাহিনীর আতঙ্কে থাকে সবসময়। নদীতে চেয়ারম্যান জিন্নার নেতৃত্বে ট্রলারে তার বাহিনী দিয়ে ডাকাতি ছিনতাই করেন নিয়মিত।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিন্নাকে একাধিকবার কল দিয়েও তার কোন রিপ্লে পাওয়া যায়নি।
উপজেলা চেয়ারম্যান জিন্না বাহিনীর আতঙ্ক থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।