টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।
শনিবার (৩০ নভেম্বর) সকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য দৈনিক কালবেলা পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সাংবাদিক আসাদুল খান, শিক্ষক দেলোয়ার হোসেন সাইফীসহ অন্যান্য শিক্ষক মন্ডলি ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের তাৎপর্য ও বৈষম্য বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত রহমান আলিফ।পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।