নোয়াখালী জেলার বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.ইবনে আল জায়েদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে হাতিয়া উপজেলা ছাত্রশিবির নেতৃবৃন্দ। সময় উপজেলার সহাকারী কমিশনার (ভূমি)জনাব মিল্টন চাকমা ও উপস্থিত ছিলেন।
আজ সকালে উপজেলা উপজেলা পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজগর আলী রবিন ও সেক্রেটারি মো:আবদুল ওহাব বাবুল এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ হাতিয়া উপজেলায় যোগদানের জন্য নির্বাহী অফিসার কে স্বাগত জানান। এ সময় নেতৃবৃন্দ হাতিয়ায় শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান যাবতীয় সমস্যাগুলোর সমাধান,হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে পরিকল্পিত শিক্ষারউন্নয়ণ ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষক সংকট এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
ছাত্রশিবির প্রকাশিত প্রচলিত কারিকুলাম এর ভূলত্রুটি ও শিক্ষাসংস্কার বিষয়ক বিষয় বই নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির নিকট পৌঁছে দেন।উপজেলা নির্বাহী অফিসার জনাব ইবনে আল জায়েদ হোসেন বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিন।