বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দিন ব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরে মেঘনা ডায়াগনষ্টিক সেন্টার প্রাঙ্গনে আয়োজিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উদ্বোধন করেন পৌরসভা বিএনপি সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত।
হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার হাওলাদারের সঞ্চালনায়
হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন আজাদের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকের উদ্দিন পারভেজ, মো. ফাহিম উদ্দিন, শাহেদ রানা, ইমতিয়াজ মামুন,মোঃ আরিফ উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব মোছলেহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কাওছার মোস্তফা প্রমূখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা যুবদলের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় আগত বিভিন্ন বয়সের সাধারণ নারী পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।