যশোর সদর উপজেলার কাশিমপুর-নওয়াপাড়া ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের কারণে মাটি ধসে বোলপুর ও ডাকাতিয়া গ্রামের মধ্যবর্তী ব্রিজটি ভেঙে পড়ায় এলাকাবাসী চরম বিপাকে রয়েছেন। ব্রিজ ভেঙে যাওয়ায় দুই পাড়ের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের ফলে ব্রিজের নিচের মাটি ধসে যায় এবং পরবর্তীতে ব্রিজটি ভেঙে পড়ে। এই ঘটনায় এলাকাবাসী চরম বিপাকে আছেন। তারা সবার কথা নিউজ'কে জানান, এই ব্রিজটি দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষের জন্য একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল। ব্রিজ ভেঙে যাওয়ায় তারা এখন আর সহজে বাজার, হাসপাতালে যেতে পারছেন না। বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন সাদ্দাম বলেন, ‘এই ব্রিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা চরম বিপাকে আছি। আমাদের সকলের দাবি দ্রুত এই ব্রিজটি মেরামত করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি’।