মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে রাঢ়ীকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বেনু বলেন, যুবদল জাতীয়তাবাদী দলের সবচেয়ে শক্তিশালী অঙ্গসংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল আজ সময়ের সেরা সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। তিনি যুবদলের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতায় যুবসমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদাউস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আহমেদ মামুন সরকার, আব্দুল মান্নান সাগর, আ. আজিজ ইমন, মুরাদ হোসেন বেপারী।আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা মাঈনুদ্দীন খান বাদল, ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ খান জয়, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জি. সফিক, উপজেলা যুবদলর সদস্য মামুনুর রশীদ, ষাটনল ইউনিয়ন যুবদলের নেতা আরিফ, বাগানবাড়ি ইউনিয়ন যুবদল নেতা কাজী সোহেল, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির সরকার, দুর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা খবির উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম অপু, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন প্রধান, যুবদল নেতা আরিফ, সায়মন, মমিনুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফখরুল ইসলাম।
প্রস্তুতি সভায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও আলোচনা ও দোয়া মাহফিল।