গত সোমবার (২১ অক্টোবর) একটি অনলাইন নিউজ পোর্টালে 'লোকের পাড়া ইউপি চেয়ারম্যান শহীদুল হক মিলনের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৪নং লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকের হোসেন খান। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন লোকের পাড়ায় ইউপি চেয়ারম্যান কে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিগত সময়ে ইউনিয়নের উন্নয়নের জন্য সরকারিভাবে বরাদ্ধকৃত সকল অর্থ, পরিষদের সকল সদস্যদের সমন্বয়ে যথাযথ নিয়মে সম্পূর্ণ করা হয়েছে। সকল উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কৃতপক্ষের অনুমোদন রয়েছে। ২০২৩ - ২০২৪ অর্থ ইউনিয়ন সহায়তা তহবিলের আওতায় লোকের পাড়া রাধাগোবিন্দ মন্দির হতে লোকের পাড়া ঈদগাহ্ মাঠ পর্যন্ত রাস্তাটি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বরাদ্দাকৃত অর্থ দাঁড়া সিসি করণ করা হয়েছে উক্ত রাস্তাটিতে ৫,৮৩,৯০০ টাকা ব্যায়ে ৪৯২ ফুট রাস্তা সিসি করণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে, ৬,৩৪,৩০০ টাকা ব্যয়ে ৬ ফুট পাঁচ ইঞ্চি প্রস্থ এবং দৈর্ঘ্য ৫ ৮০ ফুট রাস্তা সিসি করা হয়েছে। প্রকল্প এলাকায় কাজের সাইনবোর্ড দেওয়া আছে। কৃতপক্ষের প্রত্যয়নপত্রের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠান কে বিল পরিশোধ করা হয়েছে। তাই এখানে সংবাদ প্রচারকারীর বিরুদ্ধে এলাকার সচেতন জনসাধারণ কে জোরালো প্রতিবাদ জানানোর অনুরোধ করছি। লোকের পাড়া ইউপি সদস্য, বজলুর রহমান ও মিলনসহ সকল ইউপি সদস্যরা জানান, সকল উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কৃতপক্ষের অনুমোদন রয়েছে। জনগণের মধ্যে মিথ্যা বানোয়াট সম্পূর্ণ সাজানো সুপরিকল্পিত মিথ্যা বানোয়াট কথা বলে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে । শহীদুল হক মিলন একজন নির্দলীয় সফল ইউপি চেয়ারম্যান হিসেবে তার বেশ সুনাম রয়েছে। চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্যদের সফলতাকে ধ্বংস করার জন্য ভিত্তিহীন এই সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।