দিনাজপুরের বিরামপুর উপজেলায় আগামী ২৪শে অক্টোবর থেকে মাসব্যপী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামুল্যে এইচপিভি টিকা প্রদান করার লক্ষ্যে পৌরসভা কনফারেন্স রুমে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে পৌরসভা এলাকার টিকাদানকারীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পৌর পরিষদ সদস্য ডাঃ গোলাম রসুল রাখী, মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিনামুল্যে টিকা পেতে আগ্রহীদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে বলে জানানো হয়।