টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল তালুকদার (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কে নিচে কষ্টাপাড়া নামক স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায় । সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের বানিচ তালুকদারের ছেলে।
নিহতের স্ত্রী মালা বেগম জানান, আমার স্বামী সাভার জিরানী বাজার এলাকায় মাংসের ব্যবসা করতো। বুধবার দিন বিকলে আমাদের গ্রামের লিয়াকত ও আকরাম ফোন করে গোবিন্দাসী হাটে আসার জন্য। জিরানী থেকে গোবিন্দাসী হাটের উদ্দেশ্য রওনা দেয় বুধবার সন্ধায়। রাতে বাড়ি না আসায় আমরা খোঁজ খবর নিতে থাকি। সকালে এলাকার লোকজনের মাধমে খবর পাই তার মরদেহ পড়ে আছে আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে।
গোবিন্দাসী গরুর হাট আমাদের বাড়ির কাছে থাকায় সে প্রায়ই এই হাট থেকে গরু কিনে জিরানী বাজারে জবাই করে বিক্রি করতো। প্রায় প্রতি বৃহস্পতিবার রবিবার এই হাট থেকে গরু কিনে নিয়ে ঢাকাতেও বিক্রি করতো সে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।