টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহিনা বিনতে আখতার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলু, এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাদত বিপুলু, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, ভূঞাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সোবাহান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর আজ বৈষম্যের শিকার হচ্ছে, এই বৈষম্য দুর করতে সকল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনার আহবান জানান।