"সফল ইসলামি রাষ্ট্র বিনির্মানে প্রয়োজন আপোষহীন জিহাদ" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ভূঞাপুর পৌর এলাকার প্রাণকেন্দ্রে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ভূঞাপুর পৌর শাখার কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী ভূঞাপুর পৌর শাখার সভাপতি মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি হোসনে বোবারক বাবুল, এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার কর্মপরিষদ ও সুরা সদস্য মওলানা আব্দুস ছালাম, জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মওলানা মোঃ নজরুল ইসলাম, সদস্য নুরুর রহমান তালুকদার সেলিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে আপোষহীন নেতৃত্ব, কর্মমুখী শিক্ষা, ন্যায় নীতির শিক্ষায় শিক্ষিত হতে হবে।