টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২ টি দোকানে অভিযান চালিয় ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার পরিষদ।
বুধবার ২ অক্টোবর সকাল ১১ থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার শাহপুর এলাকায় পাইকারি ডিমের আরত এরশাদ এন্টারপ্রাইজে ক্রয় রশিদ সংরক্ষণ না করা কে ১০ হাজার টাকা ও বীর ঘাটাইল এলাকার ফ্রেশ এলপিজি গ্যাসের ডিলারকে বিক্রয় রশিদ প্রদান না করা, মূল্য তালিকা না থাকা, বীর ঘাটাইল এলাকায় ফ্রেস এলপিজি গ্যাসের ডিলারেরর অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ না থাকা, বিস্ফোরক লাইসেন্স দেখাতে না পারায় মেসার্স মরিয়ম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম।
তিনি বলেন, অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।