বরগুনা বামনা উপজেলার ৪নংডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউপি সদস্য ও ডৌয়াতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (১৭) সেপ্টেম্বর দুপর ১২ টায় ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল ইসলাম কারাগারে যাওয়ায়, ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায়, ইউপি সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান এর ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলাম কৌশলে ইউপি সদস্যদের মতামত না নিয়ে প্যানেলের ধারাবাহিকতা লংঘন করে ইউএনওর একক ক্ষমতাবলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সালেহ হাওলাদার কে নির্বাচিত করে। ইউএনও এর নির্দেশে ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলাম, প্রকল্পের কথা বলে ইউপি সদস্যদের কৌশলে বিভিন্ন জায়গায় ডেকে সুযোগমত স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী ইউপি সদস্যদের নোটিশ প্রদান ও মিটিং এর বিষয়বস্তুু জানাতে হয়। অনেক ইউপি সদস্যদের কে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের জন্য ইউপি সদস্যদের মতামত প্রয়োজন বলে মনে করেন ইউপি সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ডৌয়াতলা ইউনিয়নের ইউপি সদস্য আবু সালেহ হাওলাদার বিএনপি'র প্রভাব খাটিয়ে অনিয়ম করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে। মো. আবু সালেহ হাওলাদার একজন দুর্নীতিবাজ ও সাধারণ জনগণ থেকে জনবিচ্ছিন্ন। তাকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নিজাম, মো. শফিকুল আলম, পিয়ারা বেগম, গোলাম হায়দার হেমায়েত মৃধা, মোসা. রিনা আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন মনিরা জাহান, রওশনারা বেগম, মো. কামাল মিয়া, ঈশা খান, ইমন হাওলাদার, সুমন আকন প্রমূখ।
ডৌয়াতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলাম এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,এ বিষয় আমি কিছু বলতে পারবো না, আপনারা ইউএনও স্যারের সাথে কথা বলেন।
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর কাছে বিষয়টি জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, সকল সদস্যরা মিটিং করে স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিয়ে আমার কাছে জমা দেয়। এরপরও যদি কোন জটিলতা থাকে জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করবে জেলা প্রশাসক বাদ দিতে পারবে। এখন যেটা করা হয়েছে আইনতভাবে করা হয়েছে।